কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। জাতীয় জিডিবি তে প্রাণিসম্পদ খাতের অবদান ২.৭৯%; কৃষিতে ১৭.১৫%। প্রায় ৭৬% প্রাণিজ আমিষ সরবরাহ হয়ে থাকে প্রাণিসম্পদ খাত হতে। অধিকন্তু মোট রপ্তানি আয়ে প্রায় ৪.৩১% আসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। বাংলাদেশের প্রায় ২০% লোক সরাসরি ও প্রায় ৫০% লোক পরোক্ষভাবে প্রাণিসম্পদের উপর নির্ভরশীল। বিগত পঞ্চবার্ষিকীজুড়ে এ খাতটি ৫.৫৮% হারে প্রবৃদ্ধি অর্জন করে আসছে এটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। দারিদ্র বিমোচন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সহ প্রায় ৮ প্রকার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে প্রাণিসম্পদ খাত বলিষ্ট ভুমিকা রেখে চলছে। বাড়তি আমিষের যোগান, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা আহরণ ও নারীর ক্ষমতায়নের জন্য প্রাণিসম্পদ খাতকে বর্তমান সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস